ঘুর্নিঝড় ইয়াস ও পূর্ণিমার পানির স্রোতে দুমকিতে নির্মাণাধীন ব্রীজ ধ্বংস
জুবায়ের ইসলাম সোহান, দুমকি পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা সংলগ্ন মুরাদিয়া নদীর উপর নির্মাণাধীন সেতুর দু’পাড়ের গ্রেটভিমের কাজ শেষ করার পর মাঝখানে নদীতে মাটি ও বালি দিয়ে বাধ দিয়ে তার উপর মাঝখানের স্প্যানের সেন্টারিংয়ের কাজ শেষ করা হয়েছেলো।
সেতুর কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত রাকিব হোসেন বলেন, কিছু বুঝে ওঠার আগেই মঙ্গলবার দুপুরে হঠাৎ জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে স্রোতের তোড়ে সেন্টারিংয়ের সকল মালামাল ভেঙে দুমরে-মুছড়ে পড়ে।
এ ব্যাপারে ব্রীজের সাব ঠিকাদার গোলাম মোস্তফা বলেন ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে বলা না গেলেও আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হতে পারে, দীর্ঘ দেড় মাস ধরে সেন্টারিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে ২/৪ দিনের মধ্যে ঢালাই দিতে পারতাম।
উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান ঠিকাদারকে ব্রীজের দু’ পাশে বল্লি গেড়ে উচু করে বাঁধ তৈরি করে তার উপরে ষ্টিল ষ্টান্ড ফিট করে সেন্টারিং করার কথা থাকলেও তাঁরা তা করেনি ফলে অ- স্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত