দুমকিতে বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত
জুবায়ের ইসলাম সোহান, দুমকি পটুয়াখালী থেকে: ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের তোড়ে দুমকিতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দুটি এবং মুরাদিয়া ইউনিয়নের একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কৃষকের রবি শস্যের এবং মাছ চাষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাংগাশিয়ারএকটি গ্রাম এবং মধ্য পাঙ্গাসিয়ার একটি গ্রাম প্লাবিত হয় রবি শস্য এবং মাছ চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া ৫নং এবং ৫ ও ৬নং ওয়ার্ডের ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বাড়ির নিকটে ভেড়িবাঁধ ভেঙ্গে দক্ষিণ মুরাদিয়া গ্রামটি প্লাবিত হয়েছে।
এতে এলাকার মাছ চাষ এবং রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ মুরাদিয়া ৬নং ওয়ার্ডের ভক্ত বাড়ি থেকে ব্যসবুনিয়া খাল পর্যন্ত বেড়িবাধের বাহিরে প্রায় ২শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত