ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

| আপডেট :  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪  | প্রকাশিত :  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪

 

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে। আটকে পড়া বাংলাদেশিদের অবিলম্বে দেশে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রত্যাবাসন প্রক্রিয়ার সুষ্ঠূ সমন্বয়ের জন্য ইতোমধ্যে ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল দিয়ে শক্তিশালী করা হয়েছে। সবধরনের কনস্যুলার সহায়তা বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। এতে সারাদিনে হতাহতের সংখ্যা দাঁড়ায় শতাধিক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলায় ইউক্রেনের কমপক্ষে ৪০ জন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি দেশটির ডজনের বেশি বেসামরিক লোক আহত হয়েছেন। আর ইউক্রেনীয় সেনার পাল্টা হামলায় রুশ বাহিনীর অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই দেশের যুদ্ধের প্রথম দিনেই হতাহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।

ইউক্রেনে প্রায় ১ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে আগেই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত