আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোল থেকে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোল থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ কালিকাবাড়ী এলাকার কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. ইমামুল হাসান (৩)। সে বেতাগী উপজেলার দক্ষিণ কালিকাবাড়ি এলাকার মো. স্বপনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন।
ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনায় জোয়ারের উচ্চতা ছিলো অতীতের যেকোন সময়ের চেয়ে বেশী। এতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামের বেরিবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে অর্ধশতাধিক গ্রাম। তলিয়ে গেছে শতশত ঘরবাড়ি, মাছের ঘের ফসলের ক্ষেত।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দুর্যোগ মৌসুমের শুরুতেই জোয়ারের এই উচ্চতা নিয়ে এখন আতঙ্কে রয়েছে ঝুকিপূর্ণ গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষ। ইতোমধ্যেই গত দু’দিনের জোয়ারের পানিতে কয়েক হাজার পরিবারের রান্নাঘর ও প্রয়োজনী আসবাবপত্রসহ গেরস্থালীর অতি জরুরি তৈজসপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এতে অনেক পরিবারেই এখন রান্না চলছে না। চরম ভোগান্তিতে পরেছে মানুষ।
উন্নয়ন সংগঠন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ জানান, এবারে ইয়াসের প্রভাবে অতিজোয়ারের কারণে সেসব এলাকায়ও পানি ঢুকে পড়ে। জরুরি ভিত্তিতে এ অঞ্চলের বেরিবাঁধের উচ্চতা বৃদ্ধি করা না হলে যেকোন সময় সিডরের চেয়েও বড় কোন ক্ষতির সম্মুখিন হতে পারে এ অঞ্চলের মানুষ।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, অতিজোয়ারের কারণে ক্ষত্রিগ্রস্থ অতি দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ইতোমধ্যেই জেলার ৪২টি ইউনিয়ন ও চারটি পৌরসভার প্রতিটিতে তাৎক্ষনিকভাবে ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও আরও ৫৫ মে:টন চালও বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত