করোনায় দেশে মৃত্যু ৪, শনাক্ত ৮৯৭

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। একই সময়ে শনাক্ত হয়েছেন ৮৯৭। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭ জনে এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৮৩৭টি এবং পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬০৫টি। দেশে এ নিয়ে করোনার মোট নমুনা পরীক্ষা হলো এক কোটি ৩৪ লাখ এক হাজার ৩৩৯টি। দেশে করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন সাত হাজার ৯৭৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।

এদিকে বিভাগওয়ারী হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজধানী ঢাকা বিভাগে দু’জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজন। তবে রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, বরিশালে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত