আউয়াল কমিশনের প্রথম সংলাপ আজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশনের প্রথম সংলাপ শুরু হচ্ছে আজ।
রোববার (১৩ মার্চ) বিকেল ৩ টায় ৩০ জন শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ধারাবাহিক এ বৈঠক থেকেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির পরিকল্পনা করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, ধারাবাহিক এ সংলাপে বিশিষ্ট নাগরিক, গণমাধ্যম প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে কমিশন।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ধারাবাহিকভাবে সংলাপ হবে। সংলাপের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সাথে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত