শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ শেষে যা বললেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অতীতের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। হয়েছে সমালোচিত। তাই ভবিষ্যতের নির্বাচন অংশগ্রহণমূলক করতে চায় ইসি।
রোববার (১৩ মার্চ) নির্বাচন কমিশন কার্যালয়ে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপে এসব কথা জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অধিক অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন চাই।এজন্য শিক্ষাবিদদের মতামত নিয়ে আরও ঋদ্ধ হবো। ইতোমধ্যে আমাদের সংলাপের উদ্দেশ্য বলা হয়েছে। এটি নবগঠিত কমিশন। এর কাজ হচ্ছে সুষ্ঠুভাবে জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচন সম্পন্ন করা।’
সিইসি বলেন,‘নির্বাচন নিয়ে বিভিন্ন জন নানা কথা বলছেন। অনেক কারণে আগের নির্বাচনগুলো পুরোপুরি অংশগ্রহণমূলক হয়নি। সেজন্য আমরা চাই দ্বাদশ সংসদ নির্বাচনটা যাতে অধিক অংশগ্রহণমূলক হয়।’
তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমে প্রকৃত জনমত জানা যাবে। সেজন্য আমাদের যা যা করণীয়, শিক্ষাবিদদের মতামত নিয়ে আমরা জানতে পারব। এতে আরও ঋদ্ধ হবো।’
প্রথম দফার সংলাপে আমন্ত্রণ পান ৩০ জন শিক্ষাবিদ। যদিও অর্ধেকের বেশিই আলোচনায় অংশ নেননি। এসময় আইনের আলোকে ভবিষ্যতের নির্বাচন আয়োজনের তাগিদ দেন বক্তারা।
ধারাবাহিক এই সংলাপে পরবর্তীতে অংশ নেবেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং রাজনৈতিক দল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত