করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর ফলে তিনমাস পর করোনায় টানা দুই দিন মৃত্যুশূন্য থাকল দেশ।
দেশে করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুও আগের চেয়ে অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু ঘটেনি। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ৯ই ডিসেম্বর। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।
বুধবার (১৬ই মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১৮২ জন। শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২। মোট সুস্থ ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২১৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত