দুমকিতে হোগলপাতা কাটতে গিয়ে নারীর মৃত্যু
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে নদীর চরে হোগলপাতা কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে এক নারীর মৃত্যু হয়েছে। দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি চর এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগমের বাড়ি সন্তোষদি চর এলাকায়। তার পাঁচ সন্তান রয়েছে।
মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হুমায়ুন কবির জানান, দুপুরের দিকে হাসিনা তার বাড়ির পাশের লোহালিয়া নদীর পারে হোগলাপাতা কাটতে যান। আধ ঘণ্টা পর স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসতে দেখে।হাসিনাকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা, মোমেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পানি পেটে ঢুকে তার মৃত্যু হয়েছে।দুমকী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত