রমজানে ৪ ইফতার মাহফিল করবে বিএনপি

| আপডেট :  ২৩ মার্চ ২০২২, ১২:৩০  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২২, ১২:৩০

করোনা মহামারির কারণে গত দুই বছর বিএনপির ইফতার রাজনীতি বন্ধ থাকলেও সামনের রমজানে আবারও এ আয়োজন করতে যাচ্ছে দলটি। সোমবার (২১ মার্চ) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে চারটি ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকের পবিত্র রমজান মাসে আলেম, ওলামা ও এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকদের সম্মানে চারটি ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ২০১৯ সালে বিএনপি সর্বশেষ ইফতার আয়োজন করেছিল। আর দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৬ সালে সর্বশেষ ইফতার আয়োজনে অংশ নেন। এরপর ২০১৭ সালে তিনি লন্ডনে ছিলেন। আর ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। করোনা মহামারির মধ্যে ২০২০ সাল থেকে তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।

এছাড়া স্থায়ী কমিটির সভায় বলা হয়, দেশে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য ৩৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক ও অমানবিক। মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার লক্ষ্যে বিইআরসির গণশুনানিতে পাঁচ সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত