খালেদা জিয়াকে আবারও কারাগারে দেখতে চান জাফরুল্লাহ!
খালেদা জিয়াকে বারবার জামিনের নামে অপমান করা হচ্ছে। যে প্রক্রিয়ায় তাকে বাইরে রাখা হয়েছে সেটি অপমানজনক। তার চেয়ে খালেদা জিয়াকে আবার সেই নাজিমুদ্দিন রোডের কারাগারেই ফিরিয়ে দেওয়া দরকার। এমন মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাইরে থেকে কী লাভ হচ্ছে? উনি তো আমাদের সঙ্গে এসে মিটিং করতে পারছেন না। জনগণের হয়ে কথা বলতে পারছেন না। তাই আপনাদের (বিএনপি) কাছে আমার অনুরোধ, আপনারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসুন। তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন। এতে সবারই লাভ হবে।
তিনি বলেন, ‘আমাকে সবাই অনুরোধ করেন আমি যেন বিএনপিকে নিয়ে কিছু না বলি। কিন্তু মাঝে মাঝে না বলে পারি না। বিএনপি বহু জায়গায় না বলছে। তারা বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটাকে আমি পূর্ণ সমর্থন করি।
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার ভুল পথে চলছে। সমাবেশ থেকে দরিদ্র অনাহারী মানুষদের কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক অবস্থা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা সবার জানা আছে।’
সমাবেশ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ভুখা মিছিল বের করা হয়। আগামী ২৮শে মার্চের হরতালের সমর্থনে এই ভুখা মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্ট মোড়, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে হোটেল ৭১-এর কাছে গিয়ে শেষ হয়
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত