দুমকিতে বেড়েই চলেছে অজ্ঞান পার্টির খপ্পর, শিক্ষকসহ অসুস্থ ৯
জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে সংবদ্ধ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ পরিবারের ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সোমবার (৪ এপ্রিল) রাত ৯ টায় জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্য রঞ্জন দাসের পরিবারসহ পাশের বাড়ির আরও দুটি পরিবারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সত্য রঞ্জন দাসের মা, স্ত্রী ও নিজে খাবার খেয়ে ঘুমাতে যায়। প্রতিবেশী দীলিপ দাস তার কাছে জমিজমার কাগজপত্র দেখাতে আসে। অনেক ডাকাডাকির পর সত্য রঞ্জন দাস গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় ঘরের খিড়কি খুলে আবারও শুয়ে পরেন। বিষয়টি প্রতিবেশী দীলিপ এর কাছে সন্দেহজনক মনে হলে বারান্দায় থাকা মেঝ ভাইয়ের ছেলে সংগ্রামকে জানায়। এরপর সংগ্রাম বাসার ভেতরে গিয়ে দেখে তার কাকী,দাদী ও কাকা সবাই অচেতন হয়ে পড়ে আছে। পাশের বাড়ির মনোরঞ্জন নাগ এর পরিবারেরও প্রায় সবারই ঐ একই অবস্থা ঘটে।
এছাড়াও ঐ বাড়ির শেখর দাসের ১০ মাসের শিশু পুত্র শ্রেয়ানকে তার স্ত্রী খাবার খাওয়াতে গেলে ঝিমিয়ে পরতে দেখে সন্দেহ হয় এবং খাওয়া বন্ধ করে দেয়।
স্থানীয় লোকজন অচেতন অবস্থায় সত্যরঞ্জন দাস (৫০), সুপর্ণা রানী দাস (৩৫), তোলা রানী (৬৫), তুলসী রানী (৩৫), মেঘলা রানী (৮), নিপা রানী (১৪) রাতুল (১), ঋতু রানী (১১), শ্রেয়ান (১০ মাস)
উক্ত ৯ জনকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং কারো কারো অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, ইদানীং লক্ষ করা যাচ্ছে কিছু দুষ্কৃতকারী খাবারে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে চুরি করছে। এ লক্ষ্যে গ্রাম পুলিশ দিয়ে পাহারা দেয়ার ব্যবস্থা করছি। এ বিষয় নিয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বসবো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত