পবিপ্রবিতে ‘বাংলাদেশ স্কাউট দিবস-২০২২’ পালিত

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২২, ১১:২০  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২২, ১১:২০

জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী): প্রতিনিধি: ‘প্রত্যেকে আমরা পরের তরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পবিপ্রবি ) রোভার ও গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে ৮ এপ্রিল “বাংলাদেশ স্কাউট দিবস-২০২২” উপলক্ষে বিভিন্ন কমর্সূচীর আয়োজন করা হয়।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর (প্রশাসনিক ভবন)’র সম্মুখে স্কাউট পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব ) প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস।

পূর্ব মিটিং শেষে ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব ) প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে একটি সাংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় ।

সম্পাদক মোঃ আবু হানিফ এর পরিচালনা ও সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস বলেন, বাংলাদেশ স্কাউট এর স্কাউট চীফ হলেন মহামান্য রাষ্ট্রপতি। বিভিন্ন দুর্যোগ ও জাতির ক্রান্তিলগ্নে বিনা স্বার্থে ও বিনা পয়সায় স্বেচ্ছাসেবা দেয়। বিশেষ করে অত্র বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল ইন রোভার ইউনিট গ্রুপ জাতীয় প্রোগ্রাম, ভর্তি পরীক্ষা, কনভোকেশন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করে। আশা করছি পূর্বের ন্যায় তোমারা আর্ত মানবতার সেবায় দেশ ও জাতির কল্যানে ভবিষ্যতেও নিজেদের নিয়োজিত রাখবে। তোমাদের ভবিষ্যৎ কল্যাণ ও উন্নতি সহ বাংলাদেশের স্কাউট এর ভবিষ্যৎ উন্নতি কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওয়া সিদ্দীকা, সহকারী অধ্যাপক অর্পিতা হালদার, রেজিস্টার ড. কামরুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সবশেষে রোভার ও গার্ল ইন রোভার পবিপ্রবি ইউনিটের ক্যাম্পাস ক্লীনিং সম্পন্ন হলে সকল কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত