ভোজেশ্বর ইউনিয়ন যুব মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত

| আপডেট :  ১১ এপ্রিল ২০২২, ০১:০৬  | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২২, ০১:০৬

রতন আলী মোড়ল, শরিয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১০ এপ্রিল) সকালে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নড়িয়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম।

বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা যুব মহিলালীগের সিনিয়র সহ-সভাপতি রাজিয়া সুলতানা মনি।

এসময় উপস্থিত ছিলেন, নড়িযা উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি মোরশেদা জাহান দোলা, আলো আক্তার, পাখি আক্তার প্রমূখ।

সম্মেলনে মাহমুদা আক্তারকে সভাপতি ও ইভা আক্তারকে সাধারন সম্পাদক করে ৪১ জন বিশিষ্ট কমিটি ভোজেশ্বর ইউনিয়ন যুব মহিলালীগের কমিটি করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত