ত্রিশালের মতিন মন্ডল, ৭৫টি গাঁজারগাছ সহ গ্রেফতার

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২২, ০১:২৯  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২২, ০১:২৯

ময়মনসিংহ করেস পন্ডেন্ট: ময়মনসিংহ ত্রিশালে ৭৫ টি গাঁজাগাছ সহ আব্দুল মতিন মন্ডল (৪৩) নামে এক চাষীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিন মন্ডল উপজেলার রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে আব্দুল মতিন মন্ডলকে আসামী করে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে গ্রেপ্তারকৃত আব্দুল মতিন মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যে রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের আব্দুল মতিন মন্ডল নিজের জমিতে গাঁজা চাষ করে করেছেন। এমন সংবাদ পেয়ে গত মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় অভিযান চালিয়ে ৭৫ টি গাঁজাগাছসহ আব্দুল মতিন মন্ডলকে গ্রেফতার করা হয়। ৭৫ টি গাঁজা গাছের ওজন প্রায় ১২ কেজি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মতিন মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে খুচরা গাঁজা বিক্রি করে ও নিজেও নিয়মিত গাঁজা সেবন করেন। গত বছরও সে নিজের জমিতে গাঁজা চাষ করেছিল। সেই গাঁজা গাছের বিচি থেকে এবার বড় পরিষরে গাঁজা চাষ করেছিলেন বলেও জানান তিনি।

এবিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরন করছে। চলমান মাদক, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত