কারিমা স্কুল মাঠে ভূমিহীন সমাবেশ
শহরে খাসজমি বন্টন ও পুর্নবাসনের দাবিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন নেত্রী নুরজাহান সাদিয়ার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন নেতা ফিরোজ আহমেদ, হায়দার আলি, বাবুল হাসান, রাকিব হাসান, মনোয়ার ও ভূমিহীন নেত্রী আয়শা প্রমুখ।
বক্তারা বলেন, বাটকেখালী এলাকার ইয়াকুব জমাদ্দার এর ইট ভাটার মধ্যে প্রায় ৫ একর খাসজিম রয়েছে। ওই জমি অদ্যাবধি প্রশাসন উদ্ধার করতে পারেনি। অথচ ওই জমিতে হতদরিদ্র ভূমিহীনদের বসানোর জন্য তাদের কাছ থেকে কথিত ভূমিহীন নামধারী নেতারা লাখো লাখো টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের টাকা ফেরতপূর্বক ওই কথিত নেতাদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ভূমিহীন জনপদের হতদরিদ্র মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত তাদের হয়রানি করছে কিছু কথিত ভূমিহীন নামধারী নেতারা। ওই নেতাদের হয়রানি থেকে হতদরিদ্র মানুষদের রক্ষা করার জন্য জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত