দুমকিতে বালু বোঝাই ট্রলির ধাক্কায় পথচারীর মৃত্যু
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: দুমকিতে ট্রলির ধাক্কায় আব্দুর রব হাওলাদার নামে ১জন পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় দুমকির সাতানী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় লেবুখালী বাউফল মহাসড়কের সাতানী কালভার্ট এলাকায় দুমকি দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি পথচারী আব্দুর রব হাওলাদার কে ধাক্কা দিলে সড়কে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্য তার মৃত্যু হয়। নিহত আব্দুর রব হাওলাদার আংগারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত্যু মুজিব হাওলাদারের ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি)আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত