‘মানুষ ঈদে নির্বিঘ্নে বাড়ি গেছে ও ফিরছে, এজন্য যোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ’

| আপডেট :  ০৮ মে ২০২২, ১২:২২  | প্রকাশিত :  ০৮ মে ২০২২, ১২:২২

এবারের ঈদে রাজধানী ছেড়ে নির্বিঘ্নে বাড়ি গেছে মানুষ। সেই স্বস্তিতেই ঢাকায় কর্মস্থলে ফিরছেন তারা। এজন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার শুরুতে তিনি এ ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমান নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কখনও ভোটে পিছিয়ে ছিল না। অতীতে নানা ষড়যন্ত্র করে আমাদের পিছিয়ে রাখা হয়েছে। তবু আমরা এগিয়েছি। নির্বাচনে জিতে সরকার গঠন করেছি। গ্রামের অর্থনীতি শক্তিশালী করছি।’

তিনি বলেন, গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে। তৃণমূল থেকে উন্নয়ন হচ্ছে। গ্রামের বাড়ে গিয়ে ঈদ করছে মানুষ। এতে গ্রামে অর্থ সরবরাহ বাড়ে। বিশ্বে অনেক দেশে যা কমে গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত