মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে ৩১শ লিটার সোয়াবিন ও পাম অয়েল উদ্ধার
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মোবাইল কোর্টে অভিযানে ভোক্তা সংরক্ষণ আইনের আওতায় দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারে অভিযান চালিয়ে ৩১শ লিটার সোয়াবিন তৈল ও পাম অয়েল উদ্ধার পরে সাধারন জনগনের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হোসনেয়ারার নেতৃত্বে ১০মে (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে ২ টা ৩০ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় বোর্ড অফিস বাজারের মোঃ শহিদুল এর মুদি দোকান থেকে ২৩কার্টনে ৪৬০লিটার, ফিরোজ এর দোকান থেকে ৫৬ লিটার সয়াবিন এবং মোঃ রুহুল আমিনের মুদি দোকান থেকে ১৪ ব্যারেলে ২৫৯০ লিটার পাম অয়েল উদ্ধার করা হয। মোঃ শহিদুল ও ফিরোজের দোকান থেকে উদ্ধার করা ৫১৬ লিটার সয়াবিন তাৎক্ষণিকভাবে জনগণের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়। রুহুল আমিনকে অবৈধ ভাবে ১৪ ব্যারেল পামওয়েল মজুদ রাখার দায়ে ৫০হাজার টাকা জরিমানা ও উদ্ধার করা পামওয়েল মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর জিম্মায় রাখা হয় যা পড়ে ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘোষণা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত