ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

| আপডেট :  ১১ মে ২০২২, ০২:১৩  | প্রকাশিত :  ১১ মে ২০২২, ০১:০৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। এতে সভাপতি হিসেবে শাহিনুর রহমান ও সম্পাদক হিসেবে জুলহাস মৃধাসহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের ৮টি ইউনিট কমিটি (১টি বিশ্ববিদ্যালয়, ২টি মহানগর ও ৫টি কলেজ) অনুমোদন করেন।

ঢাকা কলেজ ছাত্রদলের অন্যান্য পদে যারা আছেন সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, পাঁচজন সহ-সভাপতি যথাক্রমে আতিকুর রহমান, ইব্রাহিম কার্দি, পিয়াল হাসান, সিরাজউদ্দিন বাবু, মেসকাত হোসেন তয়ন। সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, পাঁচজন যুগ্ম সম্পাদক যথাক্রমে শাহাবউদ্দিন ইমন, আবু রাসেল ভুইয়া, মাহফুজুর রহমান খান, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান মামুন।

সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাক, প্রচার সম্পাদক ইমরান হোসেন রাজ, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর।

উল্লেখ্য, এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত