মোল্লাহাটে দু’পক্ষের সংঘর্ষ, বাড়ি ঘর ভাঙচুরসহ আহত ১০

| আপডেট :  ১৫ মে ২০২২, ১২:০৯  | প্রকাশিত :  ১৫ মে ২০২২, ১২:০৯

সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি: জেলার মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত বাড়ি ঘর ভাঙচুর সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকুলিয়া-দাড়িয়াঘাটা এলাকায় আজাদ শেখ ও আব্বাস শেখ নামে দুই ভাইয়ের লোকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় তিনটি বাড়িঘর ভাঙচুর করেছে সংঘর্ষে অংশ নেওয়া লোকজন ।

এসময় ঘটনার খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের পরে দু’পক্ষই থানায় এসেছিল। যেহেতু মূল বিরোধ আপন দুই ভাইয়ের মধ্যে এবং যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সবাই পরস্পর আত্মীয়। এজন্য তারা নিজেরা বিষয়টি সমাধানের কথা বলেছেন। এরপরও যদি তারা লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত