দুমকিতে মারধর করে জমি দখলের পায়তারার অভিযোগ

| আপডেট :  ২০ মে ২০২২, ০৭:১২  | প্রকাশিত :  ২০ মে ২০২২, ০৭:১২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জোরপূর্বক জমি দখলের পায়তারায় মারধরের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্রে জানা যায়, দুমকি উপজেলার সাতানী নিবাসী মৃত আমজাদ জোমাদ্দারের পুত্র মোঃ নুরে আলম জোমাদ্দার পৈতৃক সূত্রে পাওয়া জমির মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছে।

বুধবার দুপুরে উক্ত জমিতে বেকু মেশিন দিয়ে মাটি কাটতে গেলে একই এলাকার কাঞ্চন জোমাদ্দারের ছেলে কালাম জোমাদ্দার(৪৪) রশিদ জোমাদ্দারের ছেলে খোকন জোমাদ্দার (৩৫) খোকন জোমাদ্দারের ছেলে মাইনুল জোমাদ্দার (১৮) রফিক জোমাদ্দারের ছেলে রাজীব জোমাদ্দার (২৭) ও সজীব জোমাদ্দার (২২) একত্র হয়ে মালিক নূরে আলম জোমাদ্দারকে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং পানির মধ্যে ফেলে দেয় তার স্ত্রী এবং ছেলে তাকে বাচাতে আসলে তাদেরকেও মারধর করে ।

এ ব্যাপারে নুরে আলম জোমাদ্দার বলেন আমাদের মারধরের সময় আমার সাথে থাকা বেকু মেশিন এর ভাড়া নগদ ৯৫,৫০০ টাকা এবং আমার স্ত্রীর গলার থাকা ১২ আনা স্বর্ণের চেইন নিয়ে যায় তারা। এ ব্যাপারে নুরে আলম জোমাদ্দার বাদী হয়ে দুমকি থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুস সালাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত