চেতনানাশক ওষুধ স্প্রে করে এক পরিবারের সকলে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট

| আপডেট :  ২১ মে ২০২২, ১০:৩৯  | প্রকাশিত :  ২১ মে ২০২২, ১০:৩৯

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে একই পরিবারের ৬ নারীসহ ৭জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই গ্রামের চান মিয়া মাস্টারের বাড়িতে ঘটনার দিন দিবাগত রাত ১০টার দিকে দুর্বত্তরা চেতনানাশক ওষুধ স্প্রে করে। এতে পরিবারের সকলে অজ্ঞান হয়ে পরেন। এরপর দুর্বৃত্তরা ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে নগদ অর্ধ লাখ টাকা ও ৮ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়।

পরে সজ্ঞাহীন অবস্থায় চান মিয়া (৬৮), ফরিদা খাতুন(৬১), মাজেদা খাতুন (৮৯), কহিনুর বেগম(৫৬), লিপি (২৮), হাসিনা বেগম(৭০) ও ফারজানা বেগমকে(৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইদানিং বাউফলে চেতনানাশ ওষুধ দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া ঘটনা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত