দুমকিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী কুষ্টিয়া থেকে গ্রেফতার

| আপডেট :  ২৮ মে ২০২২, ১২:৩০  | প্রকাশিত :  ২৮ মে ২০২২, ১২:৩০

দুমকিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ডিভোসর্ দেওয়া স্বামী আব্দুল জলিলকে গ্রেফতার করে কুষ্টিয়া জেলা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা পুলিশের একটি টিম আব্দুল জলিলকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

জলিল কুষ্টিয়া জেলার জেলার মিরপুর থানার সামন্ত এলাকার নূর আলীর ছেলে।

এর আগে, স্বামীর অত্যাচার নির্যাতন সইতে না পেরে গত বুধবার আব্দুল জলিলকে ডিভোর্স দেন ইতি আক্তার (২৬)। এর জেরে পরদিন বৃহস্পতিবার দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমন্ত স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। এতে ইতির মৃত্যু হয়।

বাউফল-দুমকি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহেদ চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যেই জলিলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত