গৌরীপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহ করেস পন্ডেন্ট : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,এই স্লোগানে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে চুরি,ডাকাতি,দস্যূতা, মাদক, জুয়া, নারী নির্যাতন, সামাজিক অপরাধ নির্মূল প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর থানার আয়োজনে শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউপিঃচেয়ারম্যান মোঃ হযরত আলী’র সভাপতিত্বে গৌরীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃনজরুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং বিট পুলিশি এলাকার দায়িত্ব প্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক (এস আই)মোঃনাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক, ইউনিয়ন যুব লীগ নেতা মোঃ মোখলেছুর রহমান লিটনসহ ইউনিয়নের সকল ইউপিঃসদস্য ও সংরক্ষিত নারী সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত