ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান

| আপডেট :  ২৯ মে ২০২২, ০৪:২০  | প্রকাশিত :  ২৯ মে ২০২২, ০৪:১৭

ময়মনসিংহ করেস পন্ডেন্ট : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর ময়মনসিংহে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অনুমোদন না থাকায় একটি নার্সিং হোম, ডায়াগসোস্টিক সেন্টার সীলগালা এবং পাঁচটি ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে।

ক্লিনিকগুলো হলো, মুন ডায়াগসোস্টিক সেন্টার, রেনেসা হাসপাতাল, সিটি হাসপাতাল, শাপলা নার্সিং হোম, লাবীব হাসপাতাল, স্পন্দন ডায়াগসোস্টিক সেন্টার ও হিকমত কার্ডিয়াল।

শনিবার (২৮ মে) বিকালে নগরীর চরপাড়া এলাকায় ক্লিনিক ও ডায়াগসোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জেলা সিভিল সার্জন।
মযমনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ময়মনসিংহের অনুমোদনহীন ও অবৈধ ক্লিনিক এবং ডায়াগনোস্টিক সেন্টারের তালিকা তৈরি করেছি। তালিকা ধরে আমরা নিয়মিত ওইসব ক্লিনিক ও ডায়ায়নোস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, অভিযানের প্রস্তুতি নিতে একটু সময় লাগায় ৭২ ঘন্টার শেষ দিনে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়গুলো জানানোর পর তারা যদি বলে তাহলে অভিযান অব্যাহত রাখা হবে। এছাড়া আমাদের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত