ময়মনসিংহে ইউনানী চিকিৎসক হয়ে এমবিবিএস চিকিৎসকের প্যাড ব্যবহার, ১ মাসের জেল
ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে গড়ে উঠা বেসকারী ক্লিনিক ও ডাগানস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ সময় ইউনানী চিকিৎসক হয়ে এমবিবিএস চিকিৎসকের প্যাড ব্যবহার করায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। একই সাথে অনুমোদনবিহীন তিন ক্লিনিক সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারী কনসালটেন্ড ডা. মিঠুন কুমার বক্সি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, পৌর শহরের মুন সিনেমার পাশে অন্তর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মুস্তাক আহমেদ তালকদারকে ইউনানী থেকে পড়ালেখা করে এমবিবিএস ডাক্তারের সমমান লিখে প্যাড ব্যবহার করে চিকিৎসা প্রদান করায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
উপজেলার সাহেব বাজার এলাকায় উপজেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মাজহারুল হক বিপ্লব সরকারের মালিকানাধীন নিরাময় ডায়াগনস্টিক কমপ্লেক্সে সিলগালা করা হয়।
এছাড়াও, মনিরাম বাড়িতে নাবহান ডায়াগনস্টিক সেন্টারের সরকারী অনুমোদন না থাকায় ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের জেল দেয় আদালত। সেই সাথে ক্লিনিকটিকে সিলগালা করে দেয়া হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত