দুমকিতে মহানবী(স.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ

| আপডেট :  ১১ জুন ২০২২, ১১:৪৭  | প্রকাশিত :  ১১ জুন ২০২২, ১১:৪৭

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর দুমকিতে সকল ছাত্রবৃন্দের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ জুন) সকাল ১০ঘটিকায় বিক্ষোভ মিছিল নিয়ে দুমকির নতুন বাজার থেকে শুরু করে মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন করে শেষ করে দুমকি উপজেলা সকল ছাত্রবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জনতা কলেজের ছাত্র মোঃ সাকিবুল ইসলাম , দুমকি উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সৃজনী বিদ্যানিকেতনের ছাত্র মোঃ রাতুল ইসলাম।

ছাত্র বক্তারা হযরত মুহাম্মদ (স.)ও হযরত আয়েশা(রা.) নিয়ে কটুক্তিকারীদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।শেষে দোয়া মোনাজাত করে ছাত্রবিন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত