শরীয়তপুরে কৃষি আবহাওয়া বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত
রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি শরীয়তপুর : শরীয়তপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে টেকসই ফসল উৎপাদন নিশ্চিতকরণ সহ আবহাওয়া জনিত সৃষ্ট বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ নানা কারণে ফসলের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষক সহ অংশীজনদের সচেতনতা সৃষ্টিতে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কৃষক কৃষাণী দের নিয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় জেলার পৌর অডিটোরিয়ামে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার শীর্ষক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, মাদারীপুর জেলার জেলা বীজ প্রত্যায়ন অফিসার মোঃ জাহিদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ অফিসার সুবোধ কুমার দাস, জেলা মৎস্য অফিসার, মাদারীপুর আবহাওয়া স্টেশনের আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান ও বিএআরআই মাদারীপুর জেলার বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ড সহ অন্যান্যরা।
উপপরিচালক ( ভাঃ) কৃষিবিদ গোলাম রাসূল এর সভাপতিত্বে অনুষ্ঠিত রোভিং সেমিনারে আবহাওয়া বিষয়ক কারিগরি সেশন উপস্থাপন করেন জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, কৃষকদের নিকট দ্রুত, নির্ভরযোগ্য, সময়োপযোগী আবহাওয়া তথ্য প্রদানের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে নানা কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। সেই সাথে বর্তমান সরকারের কৃষি উন্নয়নে আবহাওয়া প্রকল্পের ভূমিকা এবং আরো গ্রহণযোগ্য উপায়ে আগাম সতর্কসংকেত জানানোর পাশাপাশি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করে কৃষক সহ মানুষের জানমাল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানান। বক্তারা আরো জানান, কৃষি আবহাওয়া প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোবাইল এসএমএস, ভয়েস মেইল,বুলেটিন প্রদান করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসার গনের মাধ্যমে কৃষকদের সঠিক সময়ে ধান কাটা, বালাইনাশক প্রয়োগ, সেচ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া অব্যাহত রয়েছে। কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরন প্রকল্পের আওতায় জেলার জাজিরা এবং ভেদরগঞ্জ উপজেলায় দুইটি মিনি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন স্থাপন চলমান রয়েছে।
কৃষি আবহাওয়া বিষয়ক রোভিং সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত