পদ্মা সেতুর উদ্বোধন উৎসব মিছিল জাজিরা ও মাওয়া প্রান্তে গণজোয়ার

| আপডেট :  ২৫ জুন ২০২২, ০৯:২৮  | প্রকাশিত :  ২৫ জুন ২০২২, ০৯:২৮

পদ্মা সেতুর উদ্বোধন উৎসব মিছিল জাজিরা ও মাওয়া প্রান্তে গণজোয়ার

রতন আলী মোড়ল, শরিয়তপুর প্রতিনিধি: অপেক্ষার প্রহর গুনিবার সময় শেষ আজ শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হলো। শনিবার (২৫ জুন) সকালে স্বপ্নের এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শরীয়তপুরের জাজিরা প্রান্ত সংলগ্ন মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জনসভায় অংশ নিতে আসে দক্ষিণের ২১ জেলা সহ সারাদেশের আওয়ামীলীগের নেতাকর্মী সহ লাখ লাখ জনগণ। আর এই জনসভায় শরীয়তপুরের বিভিন্ন এলাকার লাখ লাখ জনগণ লঞ্চ, ট্রলার, পাল তোলা নৌকা, বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আসতে থাকে। বিশেষ করে যারা সড়ক পথে আসে, তারা জনসভা স্থল থেকে জাজিরা প্রান্ত হয়ে বিকেনগর পর্যন্ত ভিড় করে।

শরীয়তপুর জেলা শহর থেকে আসা সোহাগ সরদার, হৃদয় মোল্যা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে আমাদের স্বপ্নের পদ্মা সেতু আজ উদ্বোধন করেছে। পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন তিনি। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় যোগ দিতে এসেছি।

খুলনা থেকে ফারুক হোসেন ও আবুল কালাম বলেন, পদ্মাসেতু এখন স্বপ্ন নয় বাস্তব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখানই না, তা বাস্তবে রূপদান করেন। আমাদের কাছে পদ্মা সেতু একটি আবেগের নাম, অনুভূতির নাম। বাস থেকে নেমে প্রায় দুই কিলোমিটার হেঁটেছি, কোনো কষ্ট হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত