পানিতে নেমে প্রধানমন্ত্রীকে কি বলেছিলেন সেই তরুণী

| আপডেট :  ২৭ জুন ২০২২, ০৮:০৫  | প্রকাশিত :  ২৭ জুন ২০২২, ০৮:০৫

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন শেষে শনিবার মাদারিপুরের শিবচরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভা শেষ করে যখন তিনি মঞ্চ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনেই একটি তরুণী মঞ্চের সামনে থাকা পানিতে নেমে পড়েন। সেখানে থাকা পানি সাঁতরে প্রধানমন্ত্রীর কাছে চলে যান এবং তাকে উদ্দেশ্য করে বেশ কিছুক্ষণ কিছু একটা বলেন। প্রধানমন্ত্রীও সেই তরুণীর সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা বলেন সেই তরুণী?

ওই ঘটনার বিষয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ একটি গণমাধ্যমকে বলেন, মেয়েটি বলছিল, আমার কিছু নাই, আমারা কিছু নাই, আমারে কিছু একটা করে দেন।’ মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলেন, আমি দেখব, তুমি এখন ওখানে যাও। আমি তোমাকে দেখতে বলব। পানি থেকে আগে ওই দিকে যাও।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, আমি তখন মেয়েটিকে বললাম, তোমাকে দেখবেন, তুমি পুলিশের কাছে যাও। মাননীয় প্রধানমন্ত্রী বলার পর মেয়েটি কিনারের দিকে যাওয়া শুরু করে।

তবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, তরুণীকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত