করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ২১৮৩

| আপডেট :  ৩০ জুন ২০২২, ০৭:৩৩  | প্রকাশিত :  ৩০ জুন ২০২২, ০৭:৩৩

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৩ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল (বুধবার) করোনায় দেশে কারও মৃত্যু না হলেও ২ হাজার ২৪১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯০৫টি নমুনা। এরমধ্যে দুই হাজার ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। মৃত্যু হয় ৪ জনের। সুস্থ হয়েছেন ২৯০ জন।

এ ছাড়া নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এরমধ্যে ঢাকার একজন, চট্টগ্রামের দুইজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত