করোনার চতুর্থ ঢেউয়ের চূড়ায় বাংলাদেশ
দেশে এখন চলছে করোনার চতুর্থ ঢেউ। শনাক্ত হার ছাড়িয়েছে ১৫ শতাংশ। এক সপ্তাহের বেশি সময় ধরে সংক্রমণ হার ১০ শতাংশের উপরে। ফলে পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গত ২ জুলাই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন, ১ লাখ ৯৭ হাজার। প্রাণহানি ২৯ হাজার ১৬০ জন। একে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।
সরকারে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা ড. মুশতাক হোসেন মনে করেন, চতুর্থ ঢেউয়ের চূড়ায় রয়েছে সংক্রমণ। যা আগামী দুই সপ্তাহের মধ্যে কমতে শুরু করতে পারে।
এখনও যারা টিকা নেননি, তাদের দ্রুতই টিকা দেয়ার পরামর্শ দিচ্ছেন, বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত