আগামী নির্বাচন অংশগ্রহণমূলক দেখতে চায় বিদেশিরা, কমিশন যা জানালো

| আপডেট :  ০৩ জুলাই ২০২২, ০৮:৪৭  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২২, ০৮:৪৭

আগামীতে বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ওইসিডি ভুক্ত দেশগুলো। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, দূরত্ব কমিয়ে আনারও পরামর্শ তাদের। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তাদের আশ্বস্ত করেন, ভবিষ্যতের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি প্রায় দেড় বছর। এর আগেই এই নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু বিদেশি কূটনীতিকদের।

রোববার (৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা-ওইসিডি’র প্রতিনিধিদল। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৪টি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে ওইসিডির প্রতিনিধি দল জানায়, আগামীতে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান তারা। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনারও পরামর্শ দেন তারা।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার ওইসিডি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, আগামীর নির্বাচন হবে, স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক।

আগামীতে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেয়ার বিষয়েও জানতে চায় প্রতিনিধি দল। সে সব বিষয়েও খোলামেলা আলোচনা হয় বৈঠকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত