উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের বাধা ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ অযৌক্তিক : শিক্ষামন্ত্রী

| আপডেট :  ২১ জুলাই ২০২২, ০১:৩১  | প্রকাশিত :  ২১ জুলাই ২০২২, ০১:৩১

উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের বাধা ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় অ্যাক্রিডিটেশন কাউন্সিলের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাধ্যমে গ্রাজুয়েটদের শিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে।

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করা ও শিক্ষা কার্যক্রমের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষা ও দক্ষতাকে সবার জন্য উন্মুক্ত করার কথা বলা হলেও কিছু প্রতিষ্ঠান উল্টো পথে হাঁটছে, যা সঠিক নয়।

বিশ্ব শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ শিক্ষায় দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি গুণগত মানে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত