নিজের বিয়েতে যেতে না পেরে পাঠালেন ভাইকে

| আপডেট :  ০৭ আগস্ট ২০২২, ০১:২৮  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২২, ০১:২৮

ক্লাবের নতুন সদস্য তিনি। তাই নিজের বিয়েতেই ছুটি পেলেন না। তাই বলে বিয়ে পিছিয়ে দেননি। নিজে বিয়েতেই যোগ দিতে না পারলেও ভাইকে পাঠিয়ে দিলেন।

এভাবে নিজের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন ফুটবলার মোহামেদ বুয়া তুরে।

চাইনিজ সুপার লিগ মাতিয়ে গত জুলাইয়ে সুইডিশ ক্লাব মালমোতে যোগ দেন সিয়েরা লিওনের এ ফুটবলার। গত ২১ জুলাই চীন থেকে সুইডেনে পাড়ি জমান তিনি। আর তাকে দলে নিয়ে পরবর্তী ম্যাচের একাদশ ঘোষণা করে ক্লাব।

এমন সুখবরে উল্টো বিপাকে পড়ে যান বুয়া তুরে। কারণ ক্লাবে যোগদানের দিন তথা ২১ জুলাই ছিল তার বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ।

বিয়ের দিনে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর পরই সুইডেন থেকে সিয়েরা লিওনে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু নতুন ক্লাবের একাদশে নাম থাকায় নিজের বিয়ের অনুষ্ঠানে আর যোগ দিতে পারেননি তিনি।

তবে বিয়ের অনুষ্ঠান যাতে পিছিয়ে না যায়, সে জন্য বিয়েতে নিজের ভাইকে তার পক্ষে উপস্থিত থাকতে পাঠিয়ে দেন।

কিন্তু বিয়ের আনুষ্ঠানিকা শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নববধূর সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন বুয়া তুরে। তাকেও দেখা যায় বরের বেশে, যা দেখে অনেকের বিস্মিত হওয়ার উপক্রম।

কখন সুইডেন থেকে আফ্রিকায় গেলেন তিনি?

বুয়া তুরে অবশ্য সে রহস্য আগেই ফাঁস করে দিয়েছেন। জানিয়ে দেন বিয়ের অনুষ্ঠানের অনেক আগেই ছবিগুলো তুলে রেখেছিলেন।

এক সাক্ষাৎকারে তুরে বলেন, ‘২১ জুলাই সিয়েরা লিওনে আমাদের বিয়ে হয়েছে। আমাকে মালমো দ্রুত ক্লাবে যোগ দিতে বলায় সেখানে (বিয়েতে) উপস্থিত থাকতে পারিনি। আমার পক্ষে বিয়েতে আমার ভাই উপস্থিত ছিল। বেশ কিছু দিন ধরে আমার স্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে না আমার। তবে আমি তাকে (স্ত্রীকে) সুইডেনে নিয়ে আসার চেষ্টা করব।’

ছবিগুলোর বিষয়ে তুরে বলেন, ‘ওগুলো আমরা আগভাগেই তুলে রেখেছিলাম। যদিও আমি সেখানে ছিলাম না, তবু ছবিগুলো দেখলে যেন মনে হয় আমি সেখানেই ছিলাম।

এদিকে মালমোর হয়ে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে বুয়া তুরের। গত ৪ আগস্ট ইউরোপা লিগে বাছাইপর্বের ম্যাচে ডিডেলেংয়ের বিপক্ষে সুইডিশ ক্লাবটির হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটিতে ৩-০ গোলে জয়ে পেয়েছে তার ক্লাব মালমো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত