বুধবার থেকে সারাদেশের অফিস ও ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানের সূচিতে পরিবর্তন

| আপডেট :  ২২ আগস্ট ২০২২, ০২:৫৭  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২২, ০২:৫৭

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। আর ব্যাংক সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত চলবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

এর আগে গত ১৮ জুলাই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময় কমিয়ে ৯টা থেকে ৩টা করা হতে পারে। এছাড়া বাসা থেকেও অফিস করার পরিকল্পনা রয়েছে।

ওইদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভা হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী জানান, পূর্বঘোষণা অনুযায়ী বিদ্যুৎ সংকট সমাধানে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ১৯ জুলাই থেকে কার্যকর হচ্ছে। এছাড়াও ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, যা ইতোমধ্যে কার্যকর হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত