রিকশাচালকদের সঙ্গে সিসিক কর্মচারীদের সংঘর্ষ
এবার ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মচারীরা। রিকশা আটক অভিযানকে কেন্দ্র করে বুধবার দুপুরে নগর ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে নগর ভবনের সামনে রাখা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর চৌহাট্টা এলাকায় সিসিক কর্মচারী ও মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অর্ধশত যানবাহন ভাঙচুর করা হয়। ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে পরিবহন শ্রমিকরা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেন। পরে সিটি মেয়র বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও কোনো সমাধান হয়নি। সেই ঘটনার সুরাহা হওয়ার আগেই আবার সিটি করপোরেশনের লোকজন ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়লেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নগরীতে চলাচল নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশার ব্যবহার সম্প্রতি বেড়ে যাওয়ায় বুধবার সকালে তার নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় বেশ কয়েকটি রিকশা আটক করা হয়।
এদিকে রিকশা আটকের প্রতিবাদে তাৎক্ষণিক মদিনা মার্কেট এলাকায় সমাবেশ করে মহানগর ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সমাবেশ শেষে মিছিল নিয়ে শ্রমিকরা সিসিকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ওই সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে প্রধান ফটক বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা। এমনকি শ্রমিকদের ওপর কর্মচারীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জবাবে রিকশা শ্রমিকরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় ২০ মিনিট পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর বিকেলে নগর ভবনে কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানিয়েছেন, রিকশাচালকরা হঠাৎ করে মিছিল নিয়ে নগর ভবনের ভেতর প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত