আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ : শানাকা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় ৫৯ বল হাতে রেখেই। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লঙ্কান দলপতি দাসুন শানাকা।
আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই। বাংলাদেশ দল সম্পর্কে কথা বলতে গিয়ে শানাকা জানান, ‘আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ। ‘
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। এশিয়া কাপে আজ রয়েছে একটি হাইভোল্টেজ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত