বাংলাদেশের পরিকল্পনা জানা, ওরা সহজ প্রতিপক্ষ: শানাকা
আফগানিস্তানের বিপক্ষে উড়ে গিয়ে গ্রুপে কঠিন সমীকরণ তৈরি করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে কারা যাবে সুপার ফোরে। সেই ম্যাচে আফগানদের তুলনায় টাইগারদের সহজ প্রতিপক্ষ বলছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সাকিবদের পরিকল্পনাও তাদের জানা আছে বলেও মদাবি করেন শানাকা। যদিও এর আগে রশিদ খানদের হারাতে পারলে এগিয়ে থাকবে বাংলাদেশ।
এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে দলগুলোর পার্থক্য নাকি খুব বেশি না। বোদ্ধাদের সেই ধারণা প্রথম ম্যাচেই সত্যি প্রমাণ করেছে আফগানিস্তান। শুধু জয় না, শ্রীলঙ্কাকে এক প্রকার উড়িয়ে দিয়েই সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে আফগানরা। মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশের বিপক্ষে হারলেও এগিয়ে থাকবে তারা। আর তাই, ভাবনা আবর্তিত হচ্ছে এখন বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে। রশিদ খানদের হারাতে পারলে, সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। তবে সমীকরণ সম্পূর্ণভাবে মিলবে বৃহস্পতিবারের ম্যাচে। সেখানে লঙ্কানদের বিপক্ষে কম ব্যবধানে হারলেও চলবে। জিতলে তো কথাই নেই।
সে কারণে ম্যাচটা লঙ্কানদের জিততেই হবে। ১২ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ জয় অবশ্য আত্মবিশ্বাসের রসদ জোগাচ্ছে শানাকাদের। লঙ্কান অধিনায়ক বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমরা বাংলাদেশের পরিকল্পনা জানি। তাদের সব খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রতিটি দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিং কিংবা ফর্ম, দুই বিচারেই পরিষ্কারভাবে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। তবে ব্যাটিং না, সাকিব-ফিজদের বোলিংয়ের ফায়দা তুলতে চায় লঙ্কানরা। দাসুন শানাকা বলেন, আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের কথা যদি বলি, ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের। এ ছাড়া তাদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সহজ হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত