এশিয়া কাপ যেন বাংলাদেশের আক্ষেপের নাম
এশিয়া কাপ যেন বাংলাদেশের আক্ষেপের নাম। গত চার আসরে তিনবার ফাইনাল খেললেও এখনও অধরা শিরোপা। স্পষ্ট করে বললে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রাপ্তি বলতে শুধু তীরে এসে তরী ডোবা আর আক্ষেপের গল্প।
২০১২ থেকে শুরু। এরপর ১৬ আর সবশেষ ২০১৮। শেষ চার আসরে তিন ফাইনাল খেলেও বারবারই খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। কি ঘরের মাঠ কি পরের। সবখানেই সঙ্গী হাত ছোঁয়া দুরত্বে ট্রফি হারানোর বেদনা। ১৯৮৬ আসর দিয়ে এশিয়া কাপে শুরু টিম টাইগার্সের পথচলা। পরের আড়াই যুগ শুধু অংশগ্রহণেই সন্তুষ্ট থেকেছে লাল সবুজ। কখনও তিন দলের আসরে তৃতীয় কখনও বা চারদলের মধ্যে সবার নিচে থেকে শেষ করেছে বাংলাদেশ।
তবে সময়ের সাথে বদলে গেছে এদেশের ক্রিকেট। মাশরাফী-সাকিব-তামিম-মুশফিক আর মাহমুদুল্লাহরা ধীরে ধীরে হয়েছেন পরিণত। মিনিয়ন থেকে জায়ান্ট হয়েছে টিম বাংলাদেশ। গত এক দশকে পাক-ভারত আর লঙ্কানরাও বুঝেছে এখন চোখে চোখ রেখে খেলেতে শিখেছেন লাল সবুজ সেনানীরা। টুর্নামেন্টে প্রথম আড়াই দশকে এক ম্যাচও না জেতা দলটাই গত দশ বছরে জিতেছে দশ ম্যাচ। যার তিনটি সবশেষ টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে।
যদিও এবার আর দেখা যাবে না টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তামিম ইকবালকে। এই ওপেনারের অভাব পূরণে আছেন মুশফিক-মাহমুদউল্লাহ আর সাকিব। বল হাতেও বাড়তি দায়িত্বটা থাকছে সাকিবের কাঁধেই। একেতো টুর্নামেন্টে দেশের সেরা বোলার। তার ওপর এবার নতুন করে ফিরছেন অধিনায়কের পুরনো দায়িত্বে। মরুর বুকে তার যোগ্য সঙ্গী হতে পারে ম্যাজিকাল মোস্তাফিজ।
তবে এবার সেই ক্ষুরধার বাংলাদেশকে দেখা যাবে কিনা তাও এক প্রশ্ন। একেতো ইনজুরি জর্জরিত ছন্দহীন দল তার ওপর টাইগারদের অস্বস্তির ফরম্যাট টি টোয়েন্টি।
যদিও দলের কান্ডারির ভূমিকার সাকিবের প্রত্যাবর্তনের পর বদলাতে দৃশ্যমান হতে শুরু করে পরিবর্তন। ছোট ফরম্যাটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে কোচ ডমিঙ্গোকে। ট্যাকনিক্যাল পরামর্শক হিসেবে উড়িয়ে আনা হয়েছে শ্রীধরন শ্রীরামকে। ফিরেছেন সাব্বির-সাইফুদ্দিনরা। ব্যাটিং অর্ডারে প্রমোশন নিশ্চিত, ফর্মে থাকা আফিফের।
এবার শুধু ফর্মে ফেরার প্রত্যাশায় টিম বাংলাদেশ। একটা মেজর শিরোপার উল্লাসে মাতার অপেক্ষায় সাড়ে ষোল কোটি মানুষ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত