বাংলাদেশের ভাগ্যবদলের ম্যাচ আজ

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ০৫:৫২  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ০৫:৫২

শুরুতেই আফগানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপের লক্ষ্য পূরণে এগিয়ে যাবে বাংলাদেশ। এরই প্রস্তুতি অধিনায়ক সাকিব আল হাসানের।

বনের বাঘ বনে সুন্দর ,সাকিব সুন্দর ক্রিকেট প্রাঙ্গণে।বনের জায়গায় ঘর বা অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নামটি বসিয়ে নিন। ছাত্র সাকিব আল হাসানরা আর শিক্ষক টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তাঁর কাছে সপ্তাহখানেকের ক্লাসের পর শারজায় আজ রাতের ম্যাচে আফগানিস্তান পরীক্ষায় বসতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস এই ম্যাচ সামনে রেখে যা যা বললেন,তাতে অভিভাবক-শিক্ষক-ছাত্র-পরীক্ষা শব্দগুলোই পর পর দাঁড়ায়, ‘আমরা তো ভালো শিক্ষক এনে দিয়েছি। এখন বাকি কাজটি ছাত্রদেরই করতে হবে। ’ এই ছাত্ররা বেশ কিছুদিন ধরে ব্যর্থতার চক্করে এমন ঘুরপাক খেয়েছেন যে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে নতুন করে দীক্ষা দেওয়ার কাজটিও করতে হয়েছে শ্রীরামকে। যেভাবে এই সাবেক ভারতীয় ক্রিকেটার কাজটি করেছেন, এর প্রভাব দলের ক্রিকেটারদের মধ্যে দেখতেও পেয়েছেন বলে জানালেন জালাল, ‘ওদের তো এখন বেশ স্পিরিটেড মনে হচ্ছে। আসলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর একটা কিছু করতেই হয়। ওরাও কিছু একটা করতে চাচ্ছে। ’

এশিয়া কাপ অভিযান শুরুর আগে সাকিবদের কিছু একটা করার তাড়নায় বাধা হতে তৈরি আফগানিস্তানও। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করা দলটির সবচেয়ে বড় তারকা রশিদ খান যেমন গতকাল সন্ধ্যার সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে কী করেছি না করেছি, তা আমরা ভুলে গেছি। পেছনেরটা মনে রাখতে চাই না। তবে (জিততে হলে) কোন প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেটি আমাদের জানা আছে। ’

প্রসঙ্গত, সন্তানের বাজে ফলে চিন্তিত অভিভাবক অবশেষে একজন ভালো শিক্ষক খুঁজে এনে দিয়েছেন। পরীক্ষার আগে সময় খুব বেশি না পেলেও শিক্ষক পড়াশোনাটা ভালোই করিয়েছেন। ছাত্ররা কেমন করেন, এবার সেটি জানার পরীক্ষা!

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত