এশিয়া কাপ: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ০৭:৪৪  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ০৭:৪৪

এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপের চলতি আসরে টাইগারদের এটাই প্রথম ম্যাচ। আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।

উদ্বোধনী ম্যাচে পাঁচবারের এশিয়া কাপজয়ী শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করেছে আফগানিস্তান।

হেড টু হেড

অতীতে বাংলাদেশ ও আফগানিস্তান টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে আফগানরা জয় পায় ৫টিতে। বাকি তিন ম্যাচে জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত