বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

| আপডেট :  ৩০ আগস্ট ২০২২, ১০:৫৩  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২২, ১০:৫৩

বিশ্ব দুর্ভিক্ষের আশঙ্কা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও চাষাবাদের বাইরে না রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি যা হয়েছে তা বিশ্বের সাধারণ মানুষের। উন্নত দেশগুলো সাশ্রয়ের পথে হাটছে। আমাদেরকেও সাশ্রয়ী হতে হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধী ও ১৫ আগস্টের অপরাধীদের স্বজন ও বিদেশে পালিয়ে থাকা অপরাধীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা মানবাধিকারের তত্ত্ব দেয়, তারা পচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর কেন মানবাধিকার নিয়ে কথা বলেননি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘৩৫ লাখ মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে এবং আগামী ১ অক্টোবর থেকে এক কোটি মানুষকে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত