বাংলাদেশ দলের হয়ে যে যে ভুল ধরিয়ে দিল নবী

| আপডেট :  ৩১ আগস্ট ২০২২, ০৮:১৩  | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২২, ০৮:১৩

বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ভুল আড়াল করার চেষ্টা, দুই-একটা ‘অজুহাত’ দিয়ে সংবাদ সম্মেলন শেষ করার প্রবণতা নতুন নয়। ম্যাচ শেষে আফগান দল থেকে সংবাদ মাধ্যমের সামনে এলেন অধিনায়ক মোহাম্মদ নবী। অথচ বাংলাদেশ পাঠালো মোসাদ্দেক হোসেন। যার কাছে অনেক প্রশ্নের উত্তর না থাকাই স্বাভাবিক।

এই যেমন- টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত কেন? মোসাদ্দেক ‘জোড়াতালির’ উত্তর দিয়েছেন, ‘আপনি নিশ্চয় চাইবেন না, রশিদ খানের মতো বোলারের ওভারে শেষ দিকে ৭-৮ রান করে চেজ করতে হোক।’ তবে কি এক রশিদ খানের ভয়েই উইকেট-কন্ডিশনকে যোগ্য সম্মান না দিয়ে টস জিতে শুরুতে ব্যাটিং করেছে বাংলাদেশ?

অথচ মোহাম্মদ নবী একই প্রশ্নে যুক্তিযুক্ত উত্তর দিয়েছেন, ‘এখানকার উইকেট ফ্রেশ ছিল। মাটি পর্যন্ত বদলানো হয়েছে। আগে কোন ম্যাচ হয়নি। উইকেট বুঝতে শুরুতে বোলিং করা হতো ভালো সিদ্ধান্ত। ওরাও উইকেট বুঝতে পারেনি। দ্রুত উইকেট হারিয়েছে। হাতে উইকেট থাকলে শেষ দিকে এখানে ওভারপ্রতি দশ রান তোলা খুবই সহজ।’

মোসাদ্দেক হোসেন বলেছেন, তারা ১০-১৫ রান কম করে ফেলেছেন। এমনকি অধিনায়কের বার্তাও নাকি ওমনই ছিল। দলীয় রানটা ১৩৫-১৪০ হলেই লড়াই করার স্কোর বলে জানানো হয়েছিল। কিন্তু নাঈম-বিজয়ের ব্যাটিং দেখে মনে হয়েছে, তারা উইকেটে সেট হয়ে, ডাবল-সিঙ্গেলে না এগিয়ে শট খেলার চেষ্টা করতে গিয়ে উইকেট হারিয়েছে। সাকিবও একই কাজ করেছেন।

আফগান অধিনায়ক নবী জানিয়েছেন, উইকেট ব্যাটিং করার জন্য খুব একটা সহজ ছিল না, এটা ঠিক। শারজাহ সবসময় ২০০ রান হবে এমন নয়। কিন্তু উইকেট অনেক কঠিনও ছিল না। বাংলাদেশ দল তাদের বোলারদের ওপর চড়াও হতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছে। কারণ উইকেট ধীর ছিল। সময় নিয়ে খেলতে হতো।

নবী জানান, আফগান দলের পরিকল্পনা ছিল উইকেটে সময় কাটানো। ইব্রাহিম জাদরানকে সেজন্যই দলে নেওয়া বলে উল্লেখ করেন তিনি। তিনে নামা ওই ব্যাটার যেমন শট খেলতে পারেন, তেমনি চাপ সামলে উইকেটে সময় কাটাতে পারেন। অন্য দিকে ম্যাচ হারের পর মোসাদ্দেক বলেছেন, ‘আমি মনে করি, আমরা পুরোপুরি পরিকল্পনার মধ্যে ছিলাম।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত