ম্যাচ হেরে যা বললেন সাকিব

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪

হ্যাঁ! এমন ম্যাচ হারে অধিনায়ক হিসেবে সাকিব এর চেয়ে বেশি আর কি বা বলতে পারতেন? এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর সমর্থকদের উদ্দেশ্য টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ‘স্যরি’ বলেই দুঃখ প্রকাশ করেছেন।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা শুধু ডু অর ডাই ছিল না। ম্যাচটি ছিল সম্মান রক্ষারও বটে। কারণ ম্যাচের আগেই দুই দলের খেলোয়ার, কোচ, কর্মকর্তাদের মধ্যে কথার লড়াই চলেছে। যা নিয়ে এক ধরণের উত্তাপও সৃষ্টি হয়েছে।

সেই উত্তাপই মাঠে গড়িয়েছিল বৃহস্পতিবার রাতে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে শেষ ওভারে ২ উইকেটের ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ে পেয়েছে লঙ্কানরা। এমন ম্যাচ হারের জন্য বিমর্ষ সাকিব মানছেন, কয়েকটি বাজে ওভারই ম্যাচটি তাদের হাতছাড়া করেছে।

বাংলাদেশ অধিনায় বলেন, শেষ ওভারেও তাদের আট উইকেট হারানো ছিল। তবুও তারা ম্যাচটি জিতেছে চার বল হাতে রেখে। এটাই দেখাচ্ছে যে আমাদের ডেথ বোলিং মোটেও ভালো ছিল না।

এমন ম্যাচ হারে দর্শকদের কাছেও স্যরি বলেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, গত ছয় মাস ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। আমরা আমাদের সমর্থকদের জন্য ‘স্যরি; ফিল করছি। আমরা যেখানেই যাই তারা আমাদের সমর্থন জুগিয়ে যান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত