‘আমরা দুঃখিত’ সমর্থকদের উদ্দেশে সাকিব
গত বছর অক্টোবর-নভেম্বরে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। দল একের পর এক ম্যাচ হারলেও এশিয়া কাপে সমর্থনের কমতি ছিল না একটি ম্যাচেও।
হারের পর কটা বাজে মন্তব্য করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও পরের ম্যাচে ঠিকই হাজির মাঠে। বিশ্বকাপে জয় না পেলেও এশিয়া কাপ ঘিরে উচ্চাশা ছিল টাইগার সমর্থকদের। কিন্তু দিন শেষে দলের মতো শূন্য হাতে বাড়ি ফিরতে হলো সমর্থকদের।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারলেও বড় প্রত্যাশা নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হয়েছিল সমর্থকরা। লাল-সবুজ পতাকা আর জার্সি গায়ে হাজির হয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিতের উদযাপনে মাততে।
কিন্তু এবারও হলো না। রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশকে কাঁদিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। হৃদয় ভাঙার আর্তনাদে মাঠ ছেড়েছেন সমর্থকরা।
সাকিব সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘সমর্থকদের জন্য ভীষণ খারাপ লাগছে। আমরা যেখানেই যাই তারা সব সময় আমাদের সমর্থন যোগাতে চলে আসেন। সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের জিততে দেখতে চান। আশা করছি সামনেও এমন সমর্থন পাব।’
বাঁচা-মরার এই ম্যাচে আগে ব্যাট করে ১৮৩ রান করেও শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তাই গ্রুপ পর্বেই শেষ হয়ে গেছে টাইগারদের এশিয়া কাপ।
এদিকে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে সাকিব বললেন, ‘গত ছয় মাসে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলতে পারিনি। (এশিয়া কাপে) আমরা দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলেছি, যেখান থেকে আত্মবিশ্বাস পাবে দল। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জটা অন্যরকম হবে। আমরা সেখানে ভালো করতে চাইলে বেশ কিছু জায়গায় কাজ করতে হবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত