সাতক্ষীরায় প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময়
| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩
| প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩
প্রতিবন্দ্বী স্কুলগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত’র দাবিতে কেন্দ্রীয় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার এর সভাপতিত্বে মতনিবিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এমজেএফ’র নির্বাহী পরিচালক মো. আজাহারুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য এসএম আলমগীর হোসেন, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার আহবায়ক মিতা দে, কেন্দ্রীয় সদস্য কামরুজ্জামান, সামিউর রহমান, ইসরাত জাহান, সুকান্ত ঘোষ, এরফান খন্দকার প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন কাথন্ডা সুইট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ, দরগাহপুর প্রতিবন্দ্বী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজুল ইসলাম, গয়েশপুর এস. কে. এস বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, পাটকেলঘাটা মুক্তিযোদ্ধা পারাবাত বিশেষ স্কুলের শিক্ষক রানা ইসলাম, রিভো হেনরী মন্ডল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. হাসানুর রহমান প্রমুখ।
এসময় প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মো: রেজাউল ইসলাম, মো: শাহানুর রহমান, মো: সাইফুল ইসলাম, মো: শাহিরুল ইসলাম খান, সমীরণ দাস, মো: আরিফ হোসেন, খায়রুল ইসলাম, অজ্ঞলী মালোসহ জেলার প্রায় ১৮ টি প্রতিবন্ধী স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এমজেএফ বিশেষ প্রতিবন্দ্বী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিম শাহ আলম সিদ্দিকী শাহিন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত