দুমকিতে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠিত

| আপডেট :  ০৫ জুন ২০২১, ০৫:৫৩  | প্রকাশিত :  ০৫ জুন ২০২১, ০৫:৫৩

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত ‘প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান ২০২১ সরকারি জনতা কলেজ মাঠে শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার্স ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, জনতা কলেজের অধ্যক্ষ আ.লতিফ, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, মৎস্য কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন ও প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলামসহ অনান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন খামারি, সাংবাদিক বৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

উক্ত প্রর্দশনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীগন উন্নত জাতের গরু ও ছাগল প্রদর্শন করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত