অবসর নিলেন বিশ্বকাপজয়ী উথাপ্পা
সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০০৭ সালে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো রবিন উথাপ্পা।
গত বুধবার (১৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এই অবসরের ফলে রবিন উথাপ্পা ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে দূরে ছিলেন। তবে এ সময় চালিয়ে গেছেন আইপিএল খেলা।
৩৬ বছর বয়সী এ ক্রিকেটার টুইটারে দুটি ছবি পোস্ট করে লেখেন, দেশ ও নিজের রাজ্য কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সম্মানের। তবে সব ভালো জিনিসের একটা শেষ আছে এবং একটা বড় সিদ্ধান্ত নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্মেট থেকে অবসরের ঘোষণা দিলাম।
তিনি আরও লেখেন, আমি ২০ বছর ধরে পেশাদার ক্রিকেট খেলেছি এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এটা আমার জন্য অনেক বড় সম্মানের। এরমধ্যে আমি অনেক উত্থান পতন দেখেছি। প্রতিটা মুহূর্ত আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। আমি এবার আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, আমি জীবনের নতুন মুহূর্ত শুরু করতে মুখিয়ে আছি।
বিদায় বার্তায় রবিন উথাপ্পা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ ও বোর্ড কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এছাড়া কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানান।
উথাপ্পা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। সাফল্য পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে।
বিদায় বার্তায় তিনি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসকে বিশেষ ধন্যবাদ জানিয়ে লেখেন, একটা দারুণ মুহূর্ত উপভোগ করেছি। আমি আপনাদের সমর্থন পেয়েছি। এটি আমি আজীবন মনে রাখবো।
উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রবিন উথাপ্পার। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ওডিআই ক্রিকেটের ৪৬টি ম্যাচে ৯৩৪ রান করেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত টি-২০ ক্রিকেটের ১৩ ম্যাচে ২৪৯ রান করেন এবং ২০০৮ সাল থেকে তিনি আইপিএলের ২০৫ ম্যাচে ৪৯৫২ রান করেন। এছাড়া তিনি বলও করতেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত